এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

আগের সংবাদ

ভারতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরের সংবাদ

শাকিব-পূজা ছাড়া সবাই গেলেন যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ , ১০:৩৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৬, ২০২২ , ১০:৪৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে রবিবার (১৬ অক্টোবর) বসেছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসর। আসরের জন্য চূড়ান্তদের মধ্য থেকে শাকিব খান ও পূজা চেরি ছাড়া প্রায় সবাই গেছেন যুক্তরাষ্ট্রে।

অনুষ্ঠানে তারকাদের রেডকার্পেট সংবর্ধনা দেয় আয়োজকরা। তাতে বাহারি গাউন পরে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের লালগালিচায় হাঁটতে দেখা গেছে। এ অনুষ্ঠানে যোগ দিতে চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিণ ও শাহনাজ খুশির, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরীনও গেছেন যুক্তরাষ্ট্রে।

অনুষ্ঠানে যোগ দিয়ে মেহজাবীন বলেন, ‌দুই দশক ধরে এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো হচ্ছে। আমি চাই এটি আরও একশ বছর চলুক।

গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। এতে প্রথমবারের মতো বাংলাদেশিদের এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।

দেশের মাটিতে ‘লিডার’ আমিই বাংলাদেশ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অন্যদিকে ফেরারী ফরহাদের রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত নাকফুল সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় কাটাছেন নায়িকা পূজা চেরি।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়