×

জাতীয়

মানবাধিকার ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০২:২৮ পিএম

মানবাধিকার ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে

এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘মানবাধিকার প্রশ্ন ও বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক

মানবাধিকার ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে

বিদেশিদের কাছে বাংলাদেশকে ছোট করতে মানবাধিকার ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (১৫ অক্টোবর) দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘মানবাধিকার প্রশ্ন ও বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী মানবাধিকার ইস্যু নিয়ে বিদেশিদের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করছে বাংলাদেশকে। তারা বাংলাদেশকে ছোট করতে চায় পুরো বিশ্বের কাছে।

সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে বৈঠকটি শুরু হয়। বৈঠকটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশন।

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আলোচনার সূত্রপাত করেন এডিটর্স গিল্ডের প্রেসিডিয়াম সদস্য শ্যামল দত্ত।

আলোচক হিসেবে আরও যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) গোলাম হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. আমেনা মহসিন, মানবাধিকার ও উন্নয়ন কর্মী খুশী কবির এবং মানবাধিকার আইনজীবী অধ্যাপক জেড আই খান পান্না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App