মুক্তিযুদ্ধে গণহত্যার বিষয়টি মার্কিন কংগ্রেসে উপস্থাপন

আগের সংবাদ

আর্সেনালের স্বস্তির জয়, শেষ মুহূর্তে জিতল ম্যানইউ

পরের সংবাদ

রাশিয়া-ন্যাটো সংঘাতে বিশ্বে বিপর্যয় নামবে: পুতিন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২ , ৩:১০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৫, ২০২২ , ৩:১০ অপরাহ্ণ

রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর যেকোনো সম্মুখ যুদ্ধ গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১৪ অক্টোবর) মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে চলা তীব্র বাকযুদ্ধ নিয়ে পুতিন এ হুঁশিয়ারি করেছেন। খবর দ্য টেলিগ্রাফের।

আগামী কয়েকদিনের মধ্যেই রাশিয়া ও ন্যাটো পরমাণু অস্ত্রের মহড়া চালানোর ঘোষণা দিয়েছে।

কাজাখস্তান সফররত প্রেসিডেন্ট পুতিন শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের যেকোনো সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে।

পুতিনের এ বক্তব্যের একদিন আগে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় তাহলে সে একটি গুরুত্বপূর্ণ রেডলাইন অতিক্রম করবে।

ন্যাটো সোমবার স্টিডফাস্ট নুন নামে একটি সামরিক মহড়া করতে যাচ্ছে যাতে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান অংশ নেবে। তবে মহড়ায় কোনো তাজা পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না ও মহড়াটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে।

একই সময়ে রাশিয়াও সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। স্টোলটেনবার্গ বলেছেন, মস্কোর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে ন্যাটো।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়