এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু

আগের সংবাদ

মুক্তিযুদ্ধে গণহত্যার বিষয়টি মার্কিন কংগ্রেসে উপস্থাপন

পরের সংবাদ

গোলটেবিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবাধিকার ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২ , ২:২৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৫, ২০২২ , ২:৩২ অপরাহ্ণ

বিদেশিদের কাছে বাংলাদেশকে ছোট করতে মানবাধিকার ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (১৫ অক্টোবর) দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘মানবাধিকার প্রশ্ন ও বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী মানবাধিকার ইস্যু নিয়ে বিদেশিদের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করছে বাংলাদেশকে। তারা বাংলাদেশকে ছোট করতে চায় পুরো বিশ্বের কাছে।

সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে বৈঠকটি শুরু হয়। বৈঠকটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশন।

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আলোচনার সূত্রপাত করেন এডিটর্স গিল্ডের প্রেসিডিয়াম সদস্য শ্যামল দত্ত।

আলোচক হিসেবে আরও যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) গোলাম হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. আমেনা মহসিন, মানবাধিকার ও উন্নয়ন কর্মী খুশী কবির এবং মানবাধিকার আইনজীবী অধ্যাপক জেড আই খান পান্না।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়