×

সাহিত্য

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪০তম অধিবেশন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১০:৩১ পিএম

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪০তম অধিবেশন শুরু

শুক্রবার শিল্পকলায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে ৪০তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের অধিবেশন শুরু হয়। ছবি: ভোরের কাগজ

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪০তম অধিবেশন শুরু
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪০তম অধিবেশন শুরু
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪০তম অধিবেশন শুরু

শুক্রবার শিল্পকলায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে ৪০তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের অধিবেশন শুরু হয়। ছবি: ভোরের কাগজ

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে শিল্পকলায় শুরু হলো ৪০তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের অধিবেশন। শুক্রবার (১৪ অক্টোবর) একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তিনদিনের এই আয়োজনের উদ্বোধন করেন শিক্ষাবিদ সৈয়দ আকরম হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।

সকালে বোধনসংগীত আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে? গানের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত হওয়া ৪০ জন শিক্ষাবিদ একসঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন।

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও সভ্যতার সংকট যখন দিন দিন প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে, তা বোঝা ও মোকাবিলা করতে রবীন্দ্রনাথ ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছেন এমন মন্তব্য করে অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক সৈয়দ আকরম হোসেন বলেন, আমাদের সবুজ গ্রহটা এখন রক্তাক্ত। শুকিয়ে গেছে সবুজ। এখন মানুষের মনুষ্যত্ববোধ, নন্দনবৃত্তি, সুকুমারবৃত্তি, সংবেদশনশীলতা, সহমর্মিতার জাগরণ ঘটাতে হবে। এই জাগরণ ঘটানোর অন্যতম পন্থা হলো সংগীত।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম বলেন, সমাজে এখন অশুভ শক্তি প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই শক্তি এদেশের ধর্মপ্রাণ মানুষকে ভুল বার্তা দিয়ে সমাজে অশান্তির পরিবেশ তৈরি করতে চায়। সেই শক্তিকে ধিক্কার জানানোর পাশাপাশি এবার প্রতিহত করার সময় এসে গেছে। এবারের সম্মেলনজুড়ে আমরা সেই কথাই বারবার উচ্চারণ করব।

এরপর সন্ধ্যায় পরিবেশিত হয় গীতি- আলেখ্য তোমায় নতুন করে পাব। শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিকেলে সম্প্রীতির সমাজ গঠনে সংস্কৃতির দায় শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মিলন পরিষদের সহ সভাপতি ড. সারওয়ার আলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করবেন মফিদুল হক, আলোচনায় অংশ নেবেন নাসিরউদ্দীন ইউসুফ ও অধ্যাপক সাধন ঘোষ।

সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে রবিবার বিকেল সাড়ে ৪টায়। ওইদিন প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম৷ সমাপনী অধিবেশনে রবীন্দ্র পদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হবে শিল্পী, শিক্ষক ও সংগঠক সর্বপরি সংগীতসাধক নীলোৎপল সাধ্য ও মিতা হককে।

অন্যদিকে, এদিন অনুষ্ঠিত হয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় কিশোর বিভাগের চূড়ান্ত পর্ব। এবারের সম্মেলনে তিন দিনেরই সান্ধ্য-অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, গীতি আলেখ্য, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। এবারের আয়োজনে সহায়তা দিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App