×

আন্তর্জাতিক

মুখ ঢাকলে ১০০০ ডলার জরিমানা সুইজারল্যান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১২:৩১ এএম

মুখ ঢাকলে ১০০০ ডলার জরিমানা সুইজারল্যান্ডে

ছবি: সংগৃহীত

মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করলো সুইজারল্যান্ড সরকার। এই আইন ভাঙলেই এক হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি খসড়া আইন দেশটির সংসদে উত্থাপন করা হয়েছে বলে জানা যায়। খবর আল-জাজিরার।

নারীদের মুখ ঢেকে পর্দা নিষিদ্ধ করার বিষয়ে গত বছরের গণভোটের ধারাবাহিকতায় বুধবার (১২ অক্টোবর) এই খসড়া আইন সংসদে পাঠানো হয়।

মুখ ঢেকে রাখা নিষিদ্ধের বিষয়টি ‘বোরকা নিষিদ্ধ’ হিসেবেও পরিচিত। ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে দেশটিতে গত বছর মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হয়। তবে একই সঙ্গে এ নিয়ে সমালোচনাও হয়েছে।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য মুখ ঢেকে রাখার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে চলমান করোনা পরিস্থিতিতে দেশটিতে মাস্ক পরতে কোনো বাধা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App