×

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ৩১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৪:৫৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে আরও ৩১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দুই হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৯৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এখন পর্যন্ত মোট ২০ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৩ জন মারা গেছেন। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার একদিনে আট জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৯২ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App