×

আন্তর্জাতিক

ইরানে শিশুদের হত্যা-গ্রেপ্তার করছে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৫:০৫ পিএম

ইরানে শিশুদের হত্যা-গ্রেপ্তার করছে পুলিশ

টানা চার সপ্তাহজুড়ে ইরানে চলতে থাকা বিক্ষোভ চরমে উঠেছে। ছবি: সংগৃহীত

ইরানে গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহশা আমিনির (২২) মৃত্যুকে ঘিরে টানা চার সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। এতে এখন পর্যন্ত দুইশতাধিক বিক্ষোভকারীর নিহতের খবর পাওয়া গেছে। এতে কয়েক ডজন শিশু নিহত হয়েছে। এছাড়া, শত শত শিশুকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ।

রাতের পর রাত ধরে ইরানের তরুণী ও স্কুলের মেয়েরা দেশটির রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা স্বৈরশাসকের মৃত্যু বলে স্লোগান দিচ্ছেন। তারা প্রথমে তাদের চুল বের করছেন এবং হাতের মুষ্টিও দেখাচ্ছেন। স্লোগান দিচ্ছেন, নারী, জীবন ও স্বাধীনতা বলে। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএন জানিয়েছে, ইরানের বাহিনীর তাণ্ডবে অন্তত ১৮ জন শিশু মারা গেছে। এর মধ্যে একজনের বয়স ১২ বছর। তবে নিহত শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৪ সেপ্টেম্বর ‘যথাযথ উপায়ে’ হিজাব না পরার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসা আমিনি। এর অব্যবহিত তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এই মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App