×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৩:৩৩ পিএম

নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যুর খবর এসেছে। ছবি: সিএনএন

নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ।

দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ৫০০ জন। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। ৪৫ হাজার ২৪৯টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া, ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বন‌্যার কারণে দেশটিতে খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতি হতে পারে। খবর এনডিটিভির।

বিভিন্ন রাজ্যে ট্যাঙ্কারগুলো আটকে পড়ায় রাজধানীতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে পেট্রোল স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App