×

জাতীয়

ক্ষুধা সূচকে ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০২:০৮ পিএম

ক্ষুধা সূচকে ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম

প্রতীকী ছবি

বিশ্বে ক্ষুধার মাত্রা বিপর্যয়কর অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা ক্ষুধা সূচক-২০২২ প্রকাশ করা হয়। সূচক অনুযায়ী, ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম।

হাঙ্গার ইনডেক্স বা ক্ষুধা সূচকে বলা হয়, বিশ্বে ক্ষুধার মাত্রা এখন বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং এর অংশীদার ওয়েল্টহাঙ্গারহিলফ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

পাকিস্তান, ভারত ও আফগানিস্তানসহ ৩৫টি দেশে ক্ষুধার মাত্রা মারাত্মকভাবে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App