×

সারাদেশ

কাপ্তাইয়ের লেদু মাঝি আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

কাপ্তাইয়ের লেদু মাঝি আর নেই

নৌকা পারাপার করছেন লেদু মাঝি। পুরনো ছবি: ভোরের কাগজ

জেবল হক প্রকাশ ওরফে লেদু মাঝি (৮০) যিনি কাপ্তাই প্রজেক্ট এলাকায় ১৯৬০ সাল থেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জাতি বর্ণ নির্বিশেষে ছোট বড় সকল শ্রেণির মানুষকে নদী পারাপারে সাহায্য করে গেছেন। শেষ জীবনে এসে অসহায়, দরিদ্র বার্ধক্যজনিত কারণ ও অসুস্থতার গ্রাসে বুধবার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন লেদু মাঝি (৮০)।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কাপ্তাই প্রজেক্ট নিউমার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লেবু মাঝির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে তার প্রিয় ব্রিক ফিল্ড নামক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানা যায়, ১৯৬০ সাল থেকে হদী টিলা ব্রিকফিল্ড নামক দুই ঘাট থেকে মানুষ পারাপারে সাহায্য করে আসছিলেন লেদু মাঝি।

তার এই কর্মজীবনে নীল আকাশের নক্ষত্রের আলোয় ভরে উঠেছিল শান্ত নদীর চারপাশ। জীবনে চাওয়া পাওয়া, হৃদয়ের গভীরতা, ভালবাসার সেতুবন্ধন তৈরি হয়েছিল কাপ্তাইয়ের আপামর জনসাধারণের সাথে। মৃত্যুকালে তার স্ত্রী, তিনজন কন্যা সন্তান ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কাপ্তাইয়ের স্মৃতির পাতায় লেদু মাঝি অম্লান, কাপ্তাইবাসী তাকে সারাজীবন মনে রাখবে বলেই বিশ্বাস করেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App