×

বিনোদন

শাকিব-পূজা বিয়ে করেছেন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০১:৫৫ পিএম

শাকিব-পূজা বিয়ে করেছেন!

শাকিব খান ও পূজা চেরী

শাকিব-পূজা বিয়ে করেছেন!
আগেই গুঞ্জন ছিল শাকিব খানের সঙ্গে পূজা চেরীর প্রেম চলছে। এবার গুঞ্জনের পালে হাওয়া লেগেছে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসায়। নতুন করে গুঞ্জন রটেছে, পূজা চেরীকে নাকি ধর্মান্তরিত করে বিয়ে করেছেন শাকিব খান। গত ২২ সেপ্টেম্বর বিয়ে হয়েছে তাদের। এমনকি এখনও একসঙ্গেই থাকছেন তারা। নিজের ফেসবুক পেজ পূর্নিয়ার খোঁজ-এ পোস্ট করা এক ভিডিওতে এমনটাই জানিয়েছেন করেছেন গণমাধ্যমকর্মী পূর্নিয়ার। ভিডিওতে তিনি দাবি করেন, শাকিব-পূজা চেরির বিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সোর্স। তাদের মধ্যে প্রথম এ তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চলচ্চিত্রের প্রযোজক মিজান। মিজান সাহেবের পর এটি জানিয়েছেন শাকিব-পূজার বিয়ের যিনি উকিল বাবা ছিলেন তিনি। পূজা চেরির যুক্তরাষ্ট্রে ভিসার ব্যাবস্থাও করেছিলেন প্রজোযক মিজান। পূর্নিয়ার আরও দাবি করেন, শাকিব-পূজা চেরির বিয়ের এ তথ্য বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শাকিব খান ও পূজা চেরিকে বিয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি। যদিও শাকিব কিংবা পূজা চেরির কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি বিষয়টি নিয়ে। এর আগে মঙ্গলবার বিকেলে পূজা চেরি মন্তব্য করেছিলেন, কয়েকদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই পেশাদার সম্পর্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

শুনানিতে আইনজীবী: মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল

শুনানিতে আইনজীবী: মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল

যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর

যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App