শিল্পীদের নিয়ন্ত্রিত হতে হবে: জায়েদ

আগের সংবাদ

ভারি বর্ষণে আবারও বেড়েছে তিস্তার পানি

পরের সংবাদ

ক্ষুধা সূচকে ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২ , ২:০৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৩, ২০২২ , ২:০৮ অপরাহ্ণ

বিশ্বে ক্ষুধার মাত্রা বিপর্যয়কর অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা ক্ষুধা সূচক-২০২২ প্রকাশ করা হয়। সূচক অনুযায়ী, ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম।

হাঙ্গার ইনডেক্স বা ক্ষুধা সূচকে বলা হয়, বিশ্বে ক্ষুধার মাত্রা এখন বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং এর অংশীদার ওয়েল্টহাঙ্গারহিলফ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

পাকিস্তান, ভারত ও আফগানিস্তানসহ ৩৫টি দেশে ক্ষুধার মাত্রা মারাত্মকভাবে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়