×

বিনোদন

দর্শক মাতাতে ২৮ অক্টোবর আসছে ‘দামাল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১১:২৭ পিএম

দর্শক মাতাতে ২৮ অক্টোবর আসছে ‘দামাল’

মঙ্গলবার সংবাদ সম্মেলনে অভিনেতা শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফি। ছবি: সংগৃহীত

দর্শক মাতাতে ২৮ অক্টোবর আসছে ‘দামাল’

‘পরাণ’ সিনেমার পর ‘দামাল’ নিয়ে আসছেন পরিচালক রায়হান রাফী। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমা আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

সত্য ঘটনাকে আশ্রয় করে এই সিনেমার গল্প লেখা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনার সঙ্গে ফিকশনের আশ্রয় নিয়ে গড়ে উঠেছে ‘দামাল’ সিনেমার গল্প। অল্প করে এ সময়টাও চিত্রপটে রাখা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) মুক্তির বিষয়টি জানিয়ে দিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পরিচালক রায়হান রাফী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব সিনেমা তৈরি হয় সেগুলো বেশিরভাগই অনুদানের। মুক্তিযুদ্ধের সিনেমা কেউ বাণিজ্যিকভাবে বানায় না। সেই জায়গা থেকে আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। যা আবাল-বৃদ্ধ সবাই হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তার হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে।

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছন সিনেমাটিতে সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমিসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App