×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের পক্ষে যা বললো জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৪:০৭ পিএম

ফিলিস্তিনিদের পক্ষে যা বললো জাতিসংঘ

ইসরাইলি সেনা। ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল চলতি বছর শতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়ক টর ওয়েনসল্যান্ড এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসরাইলি নিরাপত্তারক্ষীরা ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেপরোয়া আচরণ করছে। টর ওয়েনসল্যান্ড ইসরাইলকে এ অঞ্চলের সমস্যা সমাধানে পেশিশক্তির পরিবর্তে রাজনৈতিক তৎপরতা চালাতে বলছেন।

সম্প্রতি ইসরাইলি বাহিনী আসামি ধরার কথা বলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে নির্বিচারে তাদের গুলি করে হতাহত করছে। ফিলিস্তিনিরা দাবি করেছে, এ বছর পশ্চিমতীরে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরাইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App