×

আন্তর্জাতিক

নিজেদের নাগরিকদের পালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৯:১৮ পিএম

নিজেদের নাগরিকদের পালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। সোমবার (১০ অক্টোবর) অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করার একদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী এই হামলা চালিয়েছে। এ হামলার পরিপ্রেক্ষিতে নিজেদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে পালিয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় ও মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে। এই নিয়ে কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে অবস্থানরত নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে নিরাপদ সময় হলে ইউক্রেন ছাড়ার কথা বলেছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলা দেশটিতে বেসামরিক ও বেসামরিক কাঠামোর জন্য সরাসরি হুমকি।

দূতাবাসের পক্ষ থেকে ইউক্রেনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নিরাপদ হলে ব্যক্তিগতভাবে স্থলভাগে ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App