×

পুরনো খবর

ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ডিআইজি হাবিবুর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০১:৩৯ পিএম

ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন ডিআইজি হাবিবুর রহমান

উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে ট্যুরিস্ট পুলিশ ইউনিটে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৭ বিসিএস কর্মকর্তা হাবিবুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে হাবিবুর রহমান নাম বিভিন্ন গণমাধ্যমে আসে।

বর্তমান ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম অক্টোবর শেষে অবসরে যাবেন। ডিএমপি কমিশনারের পদটি অতিরিক্ত আইজিপি মর্যাদার একজন কর্মকর্তা দিয়ে পরিচালিত হয়।

ডিআইজি হাবিবুর রহমানের এই পদোন্নতি ডিএমপি কমিশনারের পদ পাওয়ার জন্য সহায়ক বলে অন্যান্য পুলিশ সদস্যরা মনে করছেন। হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের ডিআইজির আগে, ঢাকা জেলার এসপির দায়িত্বও পালন করেছেন।

তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App