×

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার নতুন উপায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০২:০৮ পিএম

ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার নতুন উপায়

ছবি: সংগৃহীত

ইউটিউব সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হয়। ইউটিউব বর্তমানে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ২০০৬ সালের অক্টোবরে গুগল সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়।

ইউটিউব ব্যবহারকারীদের ভিডিও দেখার পাশাপাশি আয়ের সুযোগও করে দিয়েছে। ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছিল মূলত বিজ্ঞাপন দেখা থেকে রেহাই পেতেই। তবে এই প্ল্যাটফর্মেও বর্তমানে সেই বিজ্ঞাপনের ছড়াছড়ি। আগের থেকে বিজ্ঞাপন দেখানোর প্রবণতা অনেকটাই বেড়েছে এমনকি কিছু অ্যাড স্কিপ করাও যাচ্ছে না। তাই ভিডিও দেখার সময় বারবার অ্যাড দেখা বিরক্তর কারণ হয়ে দাড়িয়েছে। তবে আর চিন্তা নয়। এই ঝামেলা থেকে মুক্তির উপায় এনেছে জনপ্রিয় প্ল্যাটফর্মটি। কোনো খরচ ছাড়াই অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবেন। যা করতে হবে:

ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে চাইলে
  • ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করুন।
  • এরপর নিজেদের পছন্দমতো যে কোনো ভিডিও চালু করতে হবে।
  • এরপর উপরের সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবে ‘টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ দিয়ে দিতে হবে।
  • এরপরই বিনা বিজ্ঞাপনে ডেস্কটপ বা ল্যাপটপে ভিডিও দেখতে পাবেন।
স্মার্টফোনে কাজটি করতে হলে
  • স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যান।
  • ডেক্সটপ মোড ওপেন করুন।
  • এখানে ইউটিউব লিখে সার্চ দিন।
  • এরপর নিজেদের পছন্দমতো ইউটিউবের যে কোনো একটি ভিডিও প্লে করুন।
  • সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবের টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ বসিয়ে দিন।
  • ব্যাস, এবার থেকে স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App