সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়

আগের সংবাদ

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি গ্রেপ্তার

পরের সংবাদ

গাইবান্ধায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১০, ২০২২ , ১১:০০ অপরাহ্ণ

গাইবান্ধা জেলা গোয়েন্দা বিভাগ ৫২ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী (৩৪) ও পাঁচ গ্রাম হেরোইনসহ কমলচন্দ্র দাস (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার।

সোমবার (১০ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর হয়েছে। এর আগে রবিবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলী গাইবান্ধা পৌরসভার সুখনগর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। কমলচন্দ্র সাদুল্লাপুর উপজেলার দশালিয়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র দাসের ছেলে।

জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে গাইবান্ধা পৌরসভার সুখনগর এলাকা থেকে মোহাম্মদ আলীকে এবং সাদুল্লাপুর উপজেলার নলডাংগা এলাকা থেকে মাদক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাদুল্লাপুর ও সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর হয়েছে বলেও জানান তিনি।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়