নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ

আগের সংবাদ

আ.লীগ আমলে সাম্প্রদায়িক নির্যাতন বেশি হয়

পরের সংবাদ

সাক্ষাৎকারে জায়েদ খান

এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২ , ৩:১৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৯, ২০২২ , ৩:১৩ অপরাহ্ণ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে প্রতিদিন এফডিসিতে আসতেন জায়েদ খান। কিন্তু দীর্ঘদিন তাকে আর এফডিসি দেখা যায় না। চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও তেমন একটা উপস্থিতি নেই তার।

একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জায়েদ খান জানিয়েছেন, ব্যক্তিগত কাজে গত ১৫ দিন ধরে নিজের এলাকা পিরোজপুরে অবস্থান করছেন। বাবা মায়ের কবরস্থান ঠিকঠাক করাসহ কিছু কাজ ছিল সেগুলো শেষ করেছেন। যেহেতু শুটিং ব্যস্ততা কম, এই সুযোগে নিজ এলাকায় উন্নয়নে সময় দিচ্ছেন। আগামী চার থেকে পাঁচদিন পর ঢাকায় ফিরবেন।

তিনি বলেন, পিরোজপুরের নেছারাবাদের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার আসার কথা শুনে ঝড়-বৃষ্টির মধ্যেও হাজার মানুষ উপস্থিত হয়েছিল। এছাড়া নিজ এলাকায় সাপোর্ট মানবকল্যাণ সংস্থা সংগঠনের মাধ্যমে সহস্রাধিক বনজ ও ফলদ গাছ বৃক্ষরোপণ করেছি।

এফডিসিতে না যাওয়ার কারণ জানতে চাইলে জায়েদ বলেন, অনেকে মনে করে অন্য কারো ভয়ে হয়তো যাচ্ছি না। আসল কথা হচ্ছে এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবারসহ অনেকেই এসে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে।

জায়েদ খান অভিনীত সোনার চর ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করেন। এই ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়