×

আন্তর্জাতিক

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৯:৪৫ পিএম

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর লগইন তথ্য চুরির আশঙ্কার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। মার্কিন সময় শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।

মেটা জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা কিছু অ্যাপের নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে থাকতে পারে। খবর স্বরাজ টাইমসের।

চলতি বছর অ্যান্ড্রয়েড ও আইওএসে (আইফোন) চারশতাধিক ম্যালওয়্যার অ্যাপ শনাক্ত করেছে মেটা। এসব অ্যাপ ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে বলে জানিয়েছে তারা। এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো সরানোর জন্য অ্যাপল ও গুগলকে জানানো হয়েছে। ফেসবুকের এ আশঙ্কা প্রকাশের পর সমস্যাযুক্ত ৪০০টি অ্যাপের মধ্যে ৪৫টি অ্যাপ স্টোর থেকে সরিয়েছে অ্যাপল। অ্যালফাবেটের একজন মুখপাত্র জানিয়েছেন, গুগল সব ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দিয়েছে স্টোর থেকে।

টুইট দেখুন: ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্যচুরির শঙ্কা

এছাড়া, বিবৃতিতে ফটো এডিটর, মোবাইল গেম বা হেলথ ট্র্যাকার অ্যাপগুলো মূলত তথ্য চুরি করে বলে জানিয়েছে ফেসবুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App