×

খেলা

করোনায় আক্রান্ত হয়েও খেলতে পারবেন ক্রিকেটাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৯:৫৬ পিএম

করোনায় আক্রান্ত হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন ক্রিকেটাররা। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে আয়োজক অস্ট্রেলিয়া।

মহামারি চলাকালীন ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটভক্তরাও বেশ বাজে সময় কাটিয়েছেন। করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় আবারও ক্রিকেট শুরু হওয়ায় যেন ক্রিকেটের সেই চিরচেনা আনন্দ ফিরে এসেছে। সেভাবে কেটে যায় একটি টি-টোয়েন্টি বিশ্বকাপও। খবর ইএসপিএনের।

এতদিন নিয়ম ছিলো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বিধিনিষেধ মেনে চলতে হবে। এরপর কোভিড নেগেটিভ হলে আবারো খেলার সুযোগ পাবেন সেই ক্রিকেটার।

তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ম শিথিল করা হয়েছে। ক্রিকেটারদের বাধ্যতামূলক স্বাস্থ্য বা করোনা পরীক্ষাও করা হবে না। আর কোভিড রিপোর্ট পজিটিভ এলে সেই ক্রিকেটারকে দলের বাকিদের থেকে একটু দূরে থাকতে হবে। দূরে থেকেই ব্যাট, বল, ফিল্ডিং করতে পারবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App