জাতীয় নির্বাচনের সময় জানালেন সিইসি

আগের সংবাদ

মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ১১

পরের সংবাদ

৪ বছরের জন্য নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ , ১২:০৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৮, ২০২২ , ১২:০৭ অপরাহ্ণ

চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। চলতি বছরের এপ্রিলে নিজ শহর কিংস্টনে ডোপিং টেস্টের জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানানোর কারণে জ্যামাইকান অ্যান্টি ডোপিং কমিশন (জেএডিসিও) এ নিষেধাজ্ঞা দেয় তাকে।

শুক্রবার (৮ অক্টোবর) এই প্যানেল ১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে তিন সদস্যবিশিষ্ট একটি স্বাধীন প্যানেল। সেখানে উল্লেখ করা হয়, ক্যাম্পবেল ডোপিং পরীক্ষার জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানান। যা অ্যান্টি ডোপিং আইনের লঙ্ঘন। যে কারণে তাকে চার বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। এ নিষেধাজ্ঞা কার্যকর হবে গত ৪ মে থেকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ছয়টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়