ভারতের সঙ্গে আঞ্চলিক শান্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, আমাদের সকল দ্বিপক্ষীয় সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য একটি প্রক্রিয়া গড়ে তোলে অবশ্যই শান্তির একটি সুযোগ গড়ে দিতে হবে।
শনিবার (৮ অক্টোবর) কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ১৪৬তম পিএমএ লং-কোর্সের পাসিং-আউট প্যারেড উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শান্তিপূর্ণভাবে সমস্ত দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের জন্য একটি প্রক্রিয়া গড়ে তোলার আহ্বান জানিয়ে জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, অস্থিরতার মূল্য দুই দেশের জন্য ধ্বংসাত্মক হতে পারে। একে অপরের বিরুদ্ধে লড়াই না করে আমাদের উচিত একসঙ্গে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং রোগের বিরুদ্ধে লড়াই করা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।