×

আন্তর্জাতিক

ইসরাইল-মিয়ানমার সম্পর্কের গোপন নথি প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১২:১৭ এএম

ইসরাইল ও মিয়ানমারের মধ্যে গভীর সম্পর্কের বিষয়ে একটি গোপন নথি শুক্রবার (৭ অক্টোবর) প্রকাশিত হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নথিতে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী যে নিধন চালিয়েছে সেটির সম্পৃক্ততা পাওয়া গেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণায়ের ২৫ হাজার পৃষ্ঠা সংবলিত ওই নথিতে রয়েছে, ইসরাইল সেনাবাহিনী বার্মায় একটি আধুনিক বাহিনী হিসেবে পুনর্গঠনে সহায়তা করেছে, সশস্ত্র ও প্রশিক্ষিত করেছে এবং সামরিক শক্তিতে বলিয়ান থেকে উন্নত সামরিক সরঞ্জাম প্রদানে সহায়তা করেছে। সেই সঙ্গে সামরিক বাহিনীকে দেশটিতে কর্তৃত্ব বজায় রাখতেও সহায়তা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App