×

জাতীয়

অন্যরকম উদারতা দেখালেন দুই শিল্পপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৯:৪৩ পিএম

অন্যরকম উদারতা দেখালেন দুই শিল্পপতি

ছবি: ভোরের কাগজ

সংগীত বিষয়ক পত্রিকা মাসিক ‘সরগম’ এর ২৭ বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক দুঃস্থ শিল্পী পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অন্যরকম উদারতা দেখালেন দুই সংগীতপ্রেমী শিল্পপতি।

তারা হলেন- টেক্স ওয়ার্ল্ড এসোসিয়েটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও শিল্পী স্বপন কুমার দাস একজনের আজীবন লেখাপড়ার দায়িত্ব নিলেন এবং বৃদ্ধি’র সিইও-নির্বাহী পরিচালক মো. আকবর হাসান পরিবারটিকে দিলেন দশ হাজার টাকা। ‌

সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনাক হোসেন পরিবারটিকে সংগীত পরিবেশনের জন্য মঞ্চে আহবান করার আগে জানালেন, বরিশালের মকবুল হোসেন তার দুই কন্যা মনিকা দেওয়ান ও লাবনী দেওয়ানকে বাশি বিক্রি করে সংগীতের চর্চা চালিয়ে যাচ্ছেন। এমনকি করোনার সময় অভাবের তাড়নায় তারা তাদের বাদ্যযন্ত্র বিক্রি করে দিয়েছেন! এমন ঘোষণার পর শিল্পপতিদ্বয় তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দিলেন।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দেশের একমাত্র সংগীত বিষয়ক মাসিক পত্রিকা সরগম এর ২৭ বছর পদার্পন উপলক্ষে আয়োজিত আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এমনই ব্যতিক্রমী ঘটনা দেখা গেল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্যে ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, মাদকবিরোধী যোদ্ধা ও শিল্পী অরূপ রতন চৌধুরী, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, সংগীতজ্ঞ লোকমান হাকিম, সাবেক সচিব মাসুদ আহমেদ, শিল্পী লিনু বিল্লাহ, লোকশিল্পী আকরামুল ইসলাম, শিল্পী করিম শাহাবুদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সরগর এর সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন।

প্রথমে ‘সরগম সরগম আকাশে বাতাসে সুর ঝরে হরদম’ সম্মেলক গান পরিবেশন করেন সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা। এরপর একক গান পরিবেশ করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফাহিম হোসেন, খুরশীদ আলম, অরূপ রতন চৌধুরী, বিশ্বজিৎ রায়, স্বপন কুমার দাস, করিম শাহাবুদ্দিন, রেবেকা সুলতানা, মাসুদ আহমেদ, নুরীতা নুসরাত খন্দকার, উল্কা হোসেন, আলাউদ্দিন মাহমুদ সগীর, মনিকা দেওয়ান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ক্রমাগতভাবে নিষ্ঠুর হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সমাজ যদি এগিয়ে যায় তাহলে সমাজে নৈতিক মানুষ তৈরি হবে।

তারা বলেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার অভাবে যে খরা চলছে শুদ্ধ সংগীত চর্চার মধ্য দিয়ে এই খরা কাটিয়ে উঠতে হবে।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রয়াতদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App