×

খেলা

চোট পেয়ে মাঠের বাইরে মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১১:২৪ পিএম

বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার একটি গোল করেন মেসি। ম্যাচটি যেন ‘মেসিময়’। স্কোরলাইনে ১-১ গোলে সমতা থাকার পরেও পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের সেদিন ৮১ মিনিটে আর্জেন্টাইন এই তারকাকে তুলে নিয়েছিলেন।

ম্যাচের প্রথমার্ধে যার গোলে এগিয়েছিলো পিএসজি, সেই মেসিকেই কেন ম্যাচের গুরুত্বপূর্ণ সময় তুলে নেয়া হবে। এ নিয়ে অনেকের মনেই জিজ্ঞাসা এসেছিলো। সেই সঙ্গে শঙ্কা তো আছেই। খবর স্পোর্টস স্টার, মার্সার।

এ প্রসঙ্গে ফরাসি ক্লাবটির কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেন, চোট পাননি মেসি। অবসাদের ইশারা পেয়েই তাকে তুলে নিয়েছিলেন তিনি। তার ভাষ্য, ‘এক-দুই মিনিট আগে ও বদলি হওয়ার জন্য ইশারা করেছিল। দৌড়ানোর সময় ও ক্লান্তি বোধ করছিল। আর ম্যাচের ওই মুহূর্তে সতেজ কারও মাঠে নামাটাও ভালো ছিল।’

গালতিয়েরের ভাষ্যে ভক্তদের স্বস্তি মিললেও স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ জানান, পায়ের চোটের কারণে আগামীকাল (শনিবার) লিগ ওয়ানের দল রেঁসের বিপক্ষে খেলতে পারবেন না মেসি। গালতিয়ের বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিলেন তিনি। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে মেসি, তবে সে রবিবার অনুশীলনে ফিরবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App