রাজধানীর উত্তরায় কিংফিশার নামে একটি বারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০ টা থেকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অবস্থিত বারটিতে ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরা বিভাগের একটি দল অভিযান শুরু করে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবি শাখার উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) আকরামুল হোসেন জানান, সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা বারটিতে অভিযান চালিয়েছি। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
তবে ডিবির আভিযানিক দল সূত্রে জানা গেছে, বারটিতে আগত অধিকাংশ ক্রেতার মদ্যপান করার লাইসেন্স নেই। এছাড়া বারটিতে থাকা বিদেশি মদের আমদানির কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়াও মদ্যপানের পাশাপাশি বারটিতে অসামাজিক কার্যকলাপ চলতো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।