×

জাতীয়

র‌্যাবকে খুব পছন্দ করে জনগণ: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০১:২৫ পিএম

জনগণ র‌্যাবকে খুব পছন্দ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, তারা বিশ্বাস করে, মানুষের সিকিউরিটি (নিরাপত্তা) দেয় র‌্যাব। তারা বিশ্বাস করে, করাপশন (দুর্নীতি) করে না র‌্যাব। তারা বিশ্বাস করে, র‌্যাবের কাছে গেলে তারা বিচার পাবে।

গত রবিবার (২ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে এক সাক্ষাৎকারে ভয়েস অব আমেরিকার প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, কোথাও যদি র‌্যাবের অপরাধ থাকে, তার বিচার অবশ্যই হবে। আমরা ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা) চাই, অ্যাকাউন্টেবিলিটি (জবাবদিহিতা) চাই।

র‌্যাবে অনিয়ম হলে শাস্তি হয় জানিয়ে আব্দুল মোমেন বলেন, র‌্যাবের অনেক লোক চাকরিচ্যুত হয়েছে, কিংবা ডিমোশন (পদাবনতি) হয়েছে। এমনকি কয়েকজনের মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে, কারণ তারা হাইলি ইররেগুলার (অতীব মাত্রায় অনিয়মিতভাবে) কাজ করেছে। জবাবদিহিতার একটা নিয়ম আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App