×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১২:৪০ এএম

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সংঘাতের ঝুঁকি বাড়ছেই। সম্প্রতি ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেন, ইউক্রেনকে যে সামরিক সহায়তা দেয়া হচ্ছে তা রাশিয়ার জন্য তাৎক্ষণিক হুমকি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে অংশ নিচ্ছে।

এক বিবৃতিতে আনাতোলি অ্যান্তোনভ উল্লেখ করেন, কিয়েভ সরকারকে যুক্তরাষ্ট্রের একের পর এক ভারি অস্ত্র পাঠানোর ঘোষণা শুধু এ সংঘাতের একটি পক্ষ হিসেবে ওয়াশিংটনের অবস্থানের সুরক্ষা দেবে। তিনি দাবি করেন, এর ফলে ইউক্রেনে দীর্ঘস্থায়ী রক্তপাত ও নতুন নতুন প্রাণহানি ছাড়া কিছুই হবে না।

উল্লেখ্য, বুধবার (৫ অক্টোবর) ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে ৬২ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে এ কথা জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App