×

খেলা

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১২৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৩:৫২ পিএম

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১২৯

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিপক্ষে মুর্শিদা খাতুন আর নিগার সুলতানার ফিফটিতে বাংলাদেশ সংগ্রহ করেছে ১২৯ রান। অর্থাৎ জিততে হলে মালয়েশিয়াকে করতে হবে ১৩০।

যেখানে খেলার প্রথম ১৪ ওভার শেষে রান ছিল মাত্র ৬৯। একশ পার করাই কঠিন মনে হচ্ছিল বাংলাদেশের জন্য। তবে হাতে ৮ উইকেট ছিল। এরপর হাত খুলে খেলতে পারার সুযোগটা কাজে লাগিয়েছেন মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা।

এই যুগলের ফিফটিতে ভর করে নারী এশিয়া কাপে ৫ উইকেটে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। এরপর ফারজানা হকও (১০) খুব একটা সুবিধা করতে পারেননি।

তবে ৩৪ রানে ২ উইকেট হারানো দলকে টেনে নিয়েছেন মুর্শিদা-নিগার। তৃতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তারা। ঝড়ো ফিফটি হাঁকান মুর্শিদা। ৩৪ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা ঝড় না তুললেও মুর্শিদা ভালোই সঙ্গে দিয়েছেন। ৫৪ বলে ৬ চারের সাহায্যে ৫৬ রান করেন তিনি।

শেষদিকে মেরে খেলতে গিয়ে ৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। নাহলে হয়তো পুঁজিটা আরও বড় হতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App