×

জাতীয়

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৫:৫৫ পিএম

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ সময় মাদক পাচারকারীচক্রের কাউকে আটক করতে পারেনি। বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুটি অভিযান চালায়। জীম্বংখালী বিওপি’র ইসহাকের ঘের নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিলো। এ সময় বিজিবি সদস্যরা ১ চোরাকারবারীকে সাঁতার দিয়ে নাফ নদী পাড় হয়ে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তীরে আসার পর বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই চারাকারবারী ১টি পলিথিনের ব্যাগ ফেলে পূনরায় সাঁতার দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল সেখানে তল্লাশী চালিয়ে ১টি পলিথিনের ব্যাগ উদ্ধারের পর তার ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ২ বিজিবির জীম্বংখালী বিওপির উত্তর-পশ্চিমে চেয়ারম্যানের মাছের ঘের সংলগ্ন বেড়িবাঁধের উপরে নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছিলো। এ সময় ২ ব্যক্তিকে একটি মাছের ঝুড়ি হাতে নিয়ে চেয়ারম্যানের ঘেরে এলাকা দিয়ে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই দুই ব্যাক্তি তাদের হাতে থাকা মাছের ঝুড়ি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। বিজিবির টহলদল সেখানে তল্লাশী চালিয়ে মাছের ঝুড়ি ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। চোরাকারবারীদের খুঁজে বের করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App