×

সারাদেশ

জীবন পাল্টেছে ডিজিটাল প্রযুক্তি: পরিকল্পনামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০১:৪০ পিএম

জীবন পাল্টেছে ডিজিটাল প্রযুক্তি: পরিকল্পনামন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বেকার যুব ও যুব মহিলাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। ছবি: ভোরের কাগজ

জীবন পাল্টেছে ডিজিটাল প্রযুক্তি: পরিকল্পনামন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বেকার যুব ও যুব মহিলাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। ছবি: ভোরের কাগজ

জীবন পাল্টে দিয়েছে ডিজিটাল প্রযুক্তি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। নারী উদ্যোক্তা তৈরিতেও এই প্রযুক্তি অভাবনীয় ভূমিকা রাখছে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে মানুষ টাকা রোজগার করছে। বেকারত্ব দূরীকরণে ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বেকার যুব ও যুব মহিলাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেকোনো কাজ শেখা অনেক সম্মানের বিষয়। দেশে এখন অনেকেই প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই মাসে কয়েক লাখ টাকা আয় করছে। তবে প্রযুক্তিতে ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসও আছে, সেটা নিজেকেই বেছে নিতে হবে। ভালোকে গ্রহণ করে জীবনকে আলোকিত করতে হবে।

[caption id="attachment_373669" align="aligncenter" width="700"] বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বেকার যুব ও যুব মহিলাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। ছবি: ভোরের কাগজ[/caption]

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছুফি মিয়া, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App