×

খেলা

কৌশল পরিবর্তনেই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১০:১০ পিএম

কৌশল পরিবর্তনেই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি

লিওনেল মেসি ও কিলিয়ান এপবাপ্পে। ছবি: সংগৃহীত

লিগ ওয়ানের সবশেষ ৯টি আসরের আটটি শিরোপাই জিতেছে পিএসজি। কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হয়নি। চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা দেখাচ্ছে পিএসজি। তার ওপর মেসি, নেইমার, এমবাপ্পেরা ফর্মে থাকায় প্রত্যাশার চাপ দ্বিগুণ হয়েছে। চাপ সামলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার করণীয় সম্পর্কে কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে পরামর্শ দিলেন সাবেক ফরাসি ফরোয়ার্ড জেরোম রদ্যাঁ।

সম্প্রতি আরএমসি স্পোর্টের অনুষ্ঠান ‘অল্টার ফুট’-এ সাবেক এই ফরোয়ার্ড জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে পিএসজির কৌশলে পরিবর্তন আনতেই হবে। চলতি মৌসুমে গালতিয়ের পিএসজির রক্ষণে রাখছেন তিন ডিফেন্ডার। তবে রদ্যাঁর বিশ্বাস, চারজন ডিফেন্ডার নিয়ে মাঠে নামা উচিৎ হবে ফরাসি ক্লাবটির।

আগের মৌসুমে সাবেক পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো তার দলকে খেলিয়েছিলেন ৪-৩-৩ ছকে। মেসি, এমবাপ্পে ও নেইমারকে প্রায়ই একমাত্র সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় অদলবদল করে খেলিয়েছেন। এই ছকে পিএসজি ভালো-মন্দ দুই রকমের পারফর্ম্যান্সই উপহার দিয়েছে। যদিও পিএসজির আক্রমণভাগের গেল মৌসুমে বাজে পারফর্ম্যান্সের একমাত্র দায় এই ছকেরই শুধু নয়।

https://youtu.be/5287k51LZSA

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App