×

সারাদেশ

শান্তিরক্ষা মিশনে নিহত জসিমের বাড়িতে শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৪:৩৮ পিএম

শান্তিরক্ষা মিশনে নিহত জসিমের বাড়িতে শোক

শান্তিরক্ষা মিশনে নিহত জসিমের পরিবারের সদস্য ও স্বজনেরা। ছবি: ভোরের কাগজ

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার ছেলে জসিম মিয়ার বাড়িতে এখন শোকের মাতম চলছে। তাদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠছে সেখানকার পরিবেশ ।

মঙ্গলবার (৫ অক্টোবর) মধ্যরাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আফ্রিকান প্রজাতন্ত্রে সন্ত্রাসীদের হামলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জসিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে।

নিহতের বাবা মুক্তিযোদ্ধা আবদুর নূর যেন ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ। ঠিকমতো কথা বলতে পারছে না। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বারবার মাতম করছে।

চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল তার। পরিবারের দাবি, জসিমের মরদেহ যেন দ্রুত দেশে আনা হোক।

চার বোন, দুই ভাই, দুই ছেলে, স্ত্রী ও বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ২০০৯ সালে জসিম সেনাবাহিনীতে যোগদান করেন। ২০২১ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App