×

খেলা

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ১২:৩৫ পিএম

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা

ফাইল ছবি

নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু করা শ্রীলঙ্কা টানা দ্বিতীয় জয় পেল। এই জয়ে পয়েন্ট টেবিলের নিতে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে পাকিস্তান।

গতকাল দিনের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কার নারী দল। সিলেটের আউটার স্টেডিয়াম মন্থর উইকেটে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। দুই ওপেনার সামারাবিক্রমা ও আতাপাত্তু প্রমাণ করেন নিজেদের। প্রথম উইকেট জুটিতে তারা তোলে ৬৩ রান। ১৮ বলে ১২ রান করে আউট হন দলনেতা ও ওপেনার চামারি আতাপাতু। পরের উইকেটে খেলতে নেমে ৬ রান করেন হাসিনি পেরেরা।

১৯তম ওভারে সামারাবিক্রমা আউট হন। তিনি করেন ৬৯ বলে ৮১ রান। এছাড়া ২১ বলে ৩৯ রান করেন নিলাক্ষি ডি সিলভা। থাইল্যান্ডের পক্ষে দুটি উইকেট নেন পুথাওং। শ্রীলঙ্কা পুঁজি ১৬৫ রানের। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই করলেও রান রেটের সাথে পাল্লা দিয়ে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। ৪২ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন চানিদা সুত্থিরুয়াঙ।

২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৭ রান করে থাইল্যান্ড। ওপেনার নানাপাথ কনচারয়েকাই করেন ২১ বলে ২৫ রান। দুটি উইকেট নেন অচিনি কুলাসুরিয়া। থাই মেয়েদের এটা টানা দ্বিতীয় পরাজয়। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় শ্রীলঙ্কার নারীরা। এই জয়ে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লঙ্কানরা।

অন্যদিকে টানা দুই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পয়েন্ট সমান হলেও রান রেটের ব্যবধান ও এক ম্যাচ কম খেলা পাকিস্তানের ঘাড়ে ঝুলে রয়েছে শ্রীলঙ্কা। বড় জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাক মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া। মালয়েশিয়ার দেয়ার ৫৭ রানের জাবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাক মেয়েরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সিদ্রা আমিন। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি নারী বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি নারীরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৭০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনিং ব্যাটার। বিশ্বকাপে হেরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দল ৯ উইকেটে জয় তুলে নেয়।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ড মোকাবিলা করবে শক্তিশালী পাকিস্তানের। অন্যদিকে শনিবার শ্রীলঙ্কা মোকাবিলা করবে মালয়েশিয়া দলের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App