×

জাতীয়

৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১০:৩১ এএম

৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৪ বাংলাদেশিসহ ৩৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি তাদের। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সাগর পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App