×

খেলা

শেষ দৌঁড়ে জীবন শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০৩:০৫ পিএম

শেষ দৌঁড়ে জীবন শেষ

প্রতীকী ছবি

জীবনের শেষ রেসটায় আর ফিনিশিং লাইন ছোঁয়া হলো না দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ম্যারাথনারের। কারণ দৌড় শেষ করার দুই মাইল আগে হৃদরোগে আক্রান্ত হন ৩৬ বছর বয়সের ম্যারাথনার। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ম্যারাথন চলাকালে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে বেশ কয়েকবার। তবে এবার লন্ডন ম্যারাথনে ঘটে যাওয়া ঘটনাটি আরও মর্মান্তিক। রোববার দৌড়াতে দৌড়াতেই যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ইংলিশ ম্যারাথনার। প্রয়াত প্রতিযোগীর পরিবারের অনুরোধে তার ছবি ও নাম প্রকাশ করেনি ম্যারাথন কর্তৃপক্ষ।

২৬.২ মাইল ম্যারাথনের ২৩ থেকে ২৪ মাইলের মধ্যে দৌঁড়নোর সময় হৃদরোগে আক্রান্ত হন ইংলিশ প্রতিযোগী। মাটিতে লুটিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। সোমবার এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ম্যারাথন কর্তৃপক্ষ।

লন্ডনের গ্রিনউইচ পার্ক থেকে দ্য মল পর্যন্ত আয়োজিত ম্যারাথনে বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় ৪০ হাজার প্রতিযোগী অংশ নেয়। পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন অ্যামোস কিপরুটো। তিনি দৌড় শেষ করতে সময় নেন ২ ঘণ্টা ৪ মিনিট ৩৯ সেকেন্ড।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App