×

বিনোদন

বিটিভিতে পূজার বিশেষ অনুষ্ঠান ‘এসো শারদ উৎসবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০১:১৬ পিএম

বিটিভিতে পূজার বিশেষ অনুষ্ঠান ‘এসো শারদ উৎসবে’

মডেল ও অভিনেত্রী সান্তা পাল

বিটিভিতে পূজার বিশেষ অনুষ্ঠান ‘এসো শারদ উৎসবে’
বিটিভিতে পূজার বিশেষ অনুষ্ঠান ‘এসো শারদ উৎসবে’

‘এসো শারদ উৎসব’ অনুষ্ঠানের একটি দৃশ্য

বিটিভিতে পূজার বিশেষ অনুষ্ঠান ‘এসো শারদ উৎসবে’

‘এসো শারদ উৎসব’ অনুষ্ঠানের একটি দৃশ্য

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য নির্মিত হয়েছে পূজার বিশেষ অনুষ্ঠান ‌‘এসো শারদ উৎসবে’। শ্যামল দত্তের রচনায় এটি প্রযোজনা করেছেন মো. তারিকুজ্জামান। প্রচারিত হবে আগামীকাল বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীর রাতে।

[caption id="attachment_373155" align="aligncenter" width="700"] ‘এসো শারদ উৎসব’ অনুষ্ঠানের একটি দৃশ্য[/caption]

অনুষ্ঠানে দেখা যাবে, দুর্গাপূজা উপলক্ষে শহরের একটি মধ্যবিত্ত পরিবার গ্রামে যায় পূজা উদযাপনের জন্য। সেখানে সম্প্রতির বন্ধনে সবাই মিলেমিশে পূজার আনন্দ ভাগাভাগি করে নেয়। গ্রামের পূজামণ্ডপের সামনে সবাই মিলে যাত্রাপালা উপভোগ করে। সেখানে মা দুর্গা কতৃর্ক মহিষাসুর বধের কাহিনি দেখানো হয়।

[caption id="attachment_373152" align="aligncenter" width="700"] ‘এসো শারদ উৎসব’ অনুষ্ঠানের একটি দৃশ্য[/caption]

সেখানে যাত্রাপালার মধ্যে দেখানো হবে চার ধরণের গান। ‍‘আজ শরতের শিউলি ফুলের ঘাণে, উৎসবের বান ডেকেছে প্রাণে’ এই গানের সঙ্গে থাকছে ছোটদের নাচ গান। প্রতিমার পূজা করি না আমরা, প্রকৃতির পূজা করি’ এই শিরোনামের গানে থাকছে দলীয় নৃত্য পরিবেশনা। ‘ওমা পাবর্তী তুই বছর পরে এলি বাপের বাড়িতে, কেমন করে পাঠালো শিব ঘোড়ার গাড়িতে’ গানে থাকছে দ্বৈত নাচ। ‘বছর ঘুরে এলো আবার সিঁদুর খেলার দিন, রঙরাঙা সিঁদুরে আজ হবো রঙিন’ এই শিরোনামের গানের সঙ্গে থাকছে দলীয় নৃত্য পরিবেশনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App