×

খেলা

ফুটবল থেকে হিগুয়েইনের বিদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১১:১৯ এএম

ফুটবল থেকে হিগুয়েইনের বিদায়

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে এক সময়কার দাপুটে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের বয়স এখন ৩৪ হলেও পারফরম্যান্সে খুব একটা ভাটা পড়েনি। তারপরেও আকস্মিকভাবেই ফুটবল থেকে সরে দাঁড়িয়েছেন এই ফুটবল তারকা। সোমবার রাতে অশ্রুসিক্ত নয়নে ফুটবলকে বিদায় জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে নিজের অবসর ঘোষণা করেন তিনি। অশ্রুসিক্ত নয়নে তারকা স্ট্রাইকার জানিয়েছেন, তার বিদায় বলার সময় হয়েছে।

আন্তর্জাতিক ফুটবলে দলের সঙ্গে অনেকদিন ধরেই তিনি নেই। আর ক্লাব থেকেও যে সরে যাবেন সেটাও নাকি তিন-চার মাস আগেই জানিয়েছিলেন ক্লাবকে। তখন থেকেই অবসরের গুঞ্জন রটে চলছিলো। কিন্তু পরে সে গুঞ্জনকে ‘মিথ্যা’ বলেও উড়িয়ে দেন তিনি। কিন্তু শেষমেষ গুঞ্জনই সত্যি প্রমাণিত হল।

এ নিয়ে হিগুয়েইন বলেন, পেশাদার ক্যারিয়ারের দারুণ সাড়ে ১৭ বছর কাটানোর পর, আমি অনুভব করি যে ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, নিজের সবকিছু এবং আরও অনেক কিছু দিয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ যারা সবসময় আমাকে বিশ্বাস করেছেন, বিদায় বলার সময় এসেছে।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App