নেত্রকোণায় ইয়াবাসহ মাইক্রোবাস আটক

আগের সংবাদ

জার্মানির ‘কার্ল কুবল পুরস্কার’ পেলেন ড. ইউনূস

পরের সংবাদ

বিটিভিতে আরও ৫ বছর সিসিমপুর চলবে

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ৪:১৪ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ৪:১৪ অপরাহ্ণ

শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরও ৫ বছর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে। সম্প্রতি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ স্বাক্ষরিত এক ত্রিপক্ষীয় সম্প্রচার চুক্তিপত্রে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক মো. সোহরাব হোসেন এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের পক্ষে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী ৫ বছর বিটিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে। বিটিভিতে অনুষ্ঠানটির সম্প্রচার খরচ বহন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ইউএসএআইডি, বাংলাদেশের আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি নির্মাণ করে চলছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়