প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ , ১০:০৫ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৪, ২০২২ , ১০:০৫ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে জেলে ছাত্তার শেখের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে।
জানা গেছে, দৌলতদিয়া বাজারে মোহন মণ্ডলের আড়তে মাছটি উম্মুক্ত নিলামে তোলা হয়। এ সময় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমান। মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান সরদার ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছের ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান (সাবু) বলেন, নদীতে বড় মাছ কমে গেছে। তারপরও মাঝে মধ্যে দু-একটি বড় মাছ ধরা পড়ছে। এর মধ্যে দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।