×

খেলা

বড় জয় দিয়েই সিরিজ ইংল্যান্ডের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০১:২৭ এএম

বড় জয় দিয়েই সিরিজ ইংল্যান্ডের

শেষ ম্যাচে ইংলিশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

অঘোষিত ফাইনাল ছিল বলাই চলে। যেখানে ৩-৩ সমতায় ছিলো সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। পাকিস্তানকে ৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

রবিবার (২ অক্টোবর) রাতে টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০৯ রান করে ইংলিশরা। জবাবে ৮ উইকেটে ১৪২ রানেই আটকে যায় বাবর-রিজওয়ানরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলস (১৮) বিদায় নিলে ভাঙে ৩৯ রানে ভাঙে ওপেনিং জুটি। ২০ রান করে আউট হন আগের ম্যাচের নায়ক ফিল সল্ট।

বেন ডাকেটকে সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ডেভিড মালান। বেন ৩০ রান করে আউট হন। এরপর হ্যারি ব্রুক নিয়ে মাত্র ৬১ বলে ১০৮ রানের জুটি গড়েন মালান।

৪৭ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার৷ এছাড়া ব্রুকের ব্যাট থেকে আসে ৪৬ রান।

জবাবে দলীয় ৫ রানে ফিরে যান দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজম। শান মাসুদ একাই লড়াই করেন।

ব্যক্তিগত ৫৬ রানে তার বিদায়ে নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের পরাজয়। খুশদিল শাহর ২৭ আর ইফতেখার আহমেদের ১৯ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। ইংল্যান্ডের ক্রিস ওকস নেন তিন উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App