×

জাতীয়

‘তোয়াব খান স্মৃতি পুরস্কার’ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৪:২৯ পিএম

‘তোয়াব খান স্মৃতি পুরস্কার’ ঘোষণা

দৈনিক বাংলার প্রয়াত সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান

দৈনিক বাংলার প্রয়াত সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের স্মৃতিতে ‘তোয়াব খান স্মৃতি পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে সোমবার তোয়াব খানের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এই ঘোষণা দেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘তোয়াব খানের স্মৃতি ধরে রাখতে দৈনিক বাংলার পক্ষ থেকে “তোয়াব খান স্মৃতি পুরস্কার” দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। প্রতি বছর এটি দেওয়া হবে। এ ধরনের পদক চালুর মধ্য দিয়ে তোয়াব খানের স্মৃতিকে জাগরুক রাখার যে অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে জন্য দৈনিক বাংলাকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার ঘোষণা করে দৈনিক বাংলা-ই ধন্য হলো।’ তথ্যমন্ত্রী বলেন, তোয়াব খান বাংলাদেশের ইতিহাসের একজন কিংবদন্তি সাংবাদিক। মুক্তিযুদ্ধের সময় তাঁর অসামান্য অবদান ছিল। স্বাধীন বাংলার সঙ্গে কাজ করে তিনি মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব হিসেবে কাজ করেছেন, প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং পিআইবির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। তোয়াব খানের লেখনি দেশ ও জাতিকে উপকৃত করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাঁর (তোয়াব খান) হাত ধরে বাংলাদেশের বহু প্রথিতযশা সাংবাদিকের জন্ম হয়েছে। তিনি সাংবাদিকতার ক্ষেত্রে একজন পথিকৃত। তাঁর মৃত্যু আমাদের সাংবাদিকতা জগতের জন্য শুধু নয়, পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ তিনি বলেন, ‘দৈনিক পাকিস্তান যখন নাম পরিবর্তন করে দৈনিক বাংলা হলো, সেটির প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। দৈনিক বাংলার সম্পাদক থাকা অবস্থায়ই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App