×

জাতীয়

জঙ্গি হামলার হুমকি নেই: র‍্যাব ডিজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০১:৩৭ পিএম

জঙ্গি হামলার হুমকি নেই: র‍্যাব ডিজি

সোমবার রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। ছবি: সংগৃহীত

পূজায় জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। সেই সঙ্গে ব্যাটালিয়নের কর্মতৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি।

সোমবার (৩ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপ এবং তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাবের নবনিযুক্ত এই মহাপরিচালক।

জঙ্গি হামলা মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে তিনি আরও বলেন, জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

পাশাপাশি, ভার্চুয়াল জগতে গুজব কিংবা মিথ্যা তথ্য নিয়ে র‌্যাব কাজ করছে বলে উল্লেখ করে খুরশীদ হোসেন বলেন, ভার্চুয়াল জগতে যেকোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App