×

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৩:২১ পিএম

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব

ক্রেমলিনের মুখপাত্র সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি

গণভোটের মধ্য দিয়ে ইউক্রেনের চারটি প্রদেশ নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণায় জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপিত হয়েছে। এতে ভোটদানে বিরত ছিলো ভারত, চীন, ব্রাজিল ও গাবুন।

মার্কিন সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া। ১৫ সদস্যবিশিষ্ট এই নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির বিপক্ষে একমাত্র ভোট দিয়েছে রাশিয়া। বিপরীতে এর পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্রসহ ১০ দেশ।

পরবর্তীতে এ প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশষ্ট সাধারণ পরিষদে উত্থাপন করা হবে। রাশিয়ার এ পদক্ষেপকে অবৈধ আখ্যায়িত করে মস্কোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

উল্লেখ্য, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন- এই চার অঞ্চলকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছে রাশিয়া।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App