×

খেলা

বাংলাদেশকে ৮৩ রানের টার্গেট থাইল্যান্ডের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ১০:৫৮ এএম

বাংলাদেশকে ৮৩ রানের টার্গেট থাইল্যান্ডের

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৩ রানের টার্গেট দিয়েছে থাইল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই জাহানারাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতে পারছিল না থাইল্যান্ডের ব্যাটাররা। ফলে টি-টুয়েন্টির মতো দ্রুতগতির ম্যাচে মন্তর এগোয় রানের চাকা। এভাবে ১৯ ওভার ৪ বলে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। সেইসাথে ৮৩ রানের ‘মামুলি’ টার্গেটে জয়ের জন্য খেলতে নামবে বাংলাদেশের ব্যাটাররা।

এর আগে থাইল্যান্ডের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে আজ শুরু হলো এবারের নারী এশিয়া কাপ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ তে সকাল নয়টায় ম্যাচটি শুরু হয়। তার আগে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় থাইল্যান্ড।

থাইল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি টাইগ্রেসরা। এমনকি সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বেও সালমা-জ্যোতিরা জয় বাগিয়ে নিয়েছিলেন ১১ রানে। এখন পর্যন্ত দুই দলের মোট ৫ দেখায় কোনোবারই জয় পাননি থাই নারীরা।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এবার এশিয়া কাপটাও ঘরে রেখে দিতে বদ্ধপরিকর বাংলার মেয়েরা। সেই লক্ষ্যে এবার মিশন শুরু করে টাইগ্রাসরা।

ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে না পারলেও এশিয়া কাপের মিশনে ফিরেছেন অভিজ্ঞ পেইসার জাহানারা আলম।

এশিয়া কাপের অষ্টম আসর আরও আকর্ষণীয় করতে দর্শকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি।

বাংলাদেশ একাদশ : ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামিমা সুলতানা, রিতু মণি, সালমা খাতুন, নাহিদ আক্তার, সোহেলি আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও জাহানারা আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App