×

খেলা

কুষ্টিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাফজয়ী নীলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৫:২৫ পিএম

কুষ্টিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাফজয়ী নীলা

কুষ্টিয়ায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। ছবি: ভোরের কাগজ

কুষ্টিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাফজয়ী নীলা

কুষ্টিয়ায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। ছবি: ভোরের কাগজ

হাজার হাজার নারী-পুুরুষ ও ছোট ছোট ক্রীড়াবিদদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলা। ঢাকা থেকে সড়ক পথে পদ্মা নদীতে ফেরি পেরিয়ে দৌলতদিয়া ঘাট থেকে সোজা বাউল সম্রাট লালন সাঁই’র মাজারে এসে পৌছায় শনিবার (১ অক্টোবর) বেলা ১২টায়।

এ সময় রাস্তার দু ধার দিয়ে শত শত মানুষ হাত নেড়ে সাফ জয়ী নীলাকে উঞ্চ অভ্যর্থনা জানায়। এখানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম ও জেলা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ কৃতি ফুটবলার নীলাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে নীলাকে নিয়ে জেলা পুলিশের ব্যান্ড পার্টি বাদ্য যন্ত্রদলসহ একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভা যাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[caption id="attachment_372396" align="alignnone" width="1388"] কুষ্টিয়ায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। ছবি: ভোরের কাগজ[/caption]

সাংস্কৃতিক জনপদ খ্যাত কুষ্টিয়া ক্রীড়াঙ্গনে এ অভুতপুর্ব সাফল্য এখানকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আগামীতে কুষ্টিয়ার ফুটবল, ক্রিকেটসহ সকল ক্রীড়ায় এখানকার খেলোয়াড়রা নীলার মত সাফল্য বয়ে আনবে এমন প্রত্যাশা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ অনুপ কুমার নন্দী, সদস্য ফুটবলার মকবুল হোসেন লাবলু।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসন থেকে সাফ জয়ী নীলাকে ১ লক্ষ টাকা ও জেলা ক্রীড়া সংস্থাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এ সময় সাফ জয়ী নীলা মা বাছিরুন আক্তারও উপস্থিত ছিলেন। শেষে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে জেলার ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App