×

আন্তর্জাতিক

আরও মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৯:১০ এএম

গণভোটের মাধ্যমে ইউক্রেনের চার প্রদেশ দখলে নেয়ার প্রতিক্রিয়ায় মার্কিন স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সমরাস্ত্র-শিল্প কমপ্লেক্স ছাড়াও দুটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, আর্থিক খাতের তিনজন প্রধান নেতা, কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও রুশ আইনসভার ২৭৮ জন সদস্যকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। এ প্রসঙ্গে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বাইরে যেসব সংস্থা দেশটির সামরিক বাহিনীকে সহযোগিতা করবে ও ইউক্রেনের অঞ্চল যুক্তকরণে যারা সমর্থন দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গৃহীত হবে।

এর আগে শুক্রবার ওই চার প্রদেশ খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক আনুষ্ঠানিকভাবে নিজের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে এক উৎসবমুখর আয়োজনে এই চার প্রদেশের নেতারা রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App