×

জাতীয়

সাগরে লঘুচাপের শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ পিএম

সাগরে লঘুচাপের শঙ্কা

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে তিনদিনের মধ্যেে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপের এর প্রভাবে দেশে বৃষ্টি বাড়তে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী তিনদিনের মধ্যে উত্তর-বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

চলতি মাসে বঙ্গোপসাগরের দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশে বেশ বৃষ্টিও হয়েছে। তবে এখন রাজশাহী বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা খুবই কম।

আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। বরিশাল বিভাগে কোনো বৃষ্টি ছিল না। এ সময় সবচেয়ে বেশি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে। বৃষ্টির পরিমান ছিল ৪১ মিলিমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App